ঝালকাঠি শহরে পূর্ব চাদকাঠি এলাকা থেকে লামিয়া আক্তার নামের এক ১২ বছরের কিশোরী নিখোজ রয়েছে। ঝালকাঠির ব্রাকমোড় এলাকার মোস্তফা কামাল বাবুলের বাসা থেকে চাঁদকাঠি বাজারে পায়ে হেটে যাতায়াতের মধ্যে সে নিখোজ হয়। তাকে সম্ভাব্য স্থানে খোজাখোজি করে না পেয়ে তার মা জেসমিন আক্তার মঙ্গলবার সন্ধায় ঝালকাঠি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
লামিয়া আক্তার বরিশাল বিমানমন্দর থানাধীন রামপট্টি গ্রামের সাহাবুদ্দিন সরদারের কন্যা নিখোজের সময় তার পরনে লাল রঙের ওড়না কামিজ ও সেলোয়ার
ছিলো। মেয়েটির গায়ের রঙ শ্যামলা এবং সে আঞ্চলিক ভাষায় কথা বলে। এই মেয়েটির কোন সন্ধান পেলে তার জেসমিন আক্তারের মোবাইল নাম্বার ০১৩০৯২৪১৫৩৭ এ কল দিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।