More

    আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ করেছে স্কুলছাত্র

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীকে অপহরণ করেছে স্কুলছাত্র। এঘটনায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের রামকৃজ্ঞ মন্ডলের মেয়ে ও আগৈলঝাড়া সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী তমা মন্ডল (১৬)কে গত ২৮ জানুয়ারী সকালে মামা বাড়ি রামানন্দের আঁক গ্রামে যাওয়ার পথে বাড়ির সামনে ব্রীজের উপর থেকে স্কুলছাত্র আরাফত বেপারী মাহিন্দ্র পরিবহনে অপহরণ করে নিয়ে যায়। সে একই উপজেলার মাগুরা গ্রামের আউয়াল বেপারীর ছেলে।

    আরাফত বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। এঘটনায় অপহৃতা কলেজ ছাত্রীর পিতা রামকৃজ্ঞ মন্ডল বাদী হয়ে ২৯ জানুয়ারী থানায় একটি সাধারন ডায়েরী করেন, যার নং ১৩৩৬।

    চার দিনেও মেয়েকে পুলিশ উদ্ধার করতে না পেরে ১ ফেব্রুয়ারী অপহৃতার পিতা রামকৃজ্ঞ মন্ডল বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে কলেজ ছাত্রীকে অপহনের অভিযোগে আরাফতসহ দুইজনকে আসামী করে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার সকালে থানার এসআই শফিউদ্দিন সরেজমিন পরিদর্শণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...