More

    ঝালকাঠিতে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

    অবশ্যই পরুন

    ঝালকাঠি জেলায় ১১ বছর পরে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন জমে উঠেছে। আগামী ১১ ফেব্রুয়ারী ২০২৩ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫টি পদে নির্বাচন হচ্ছে। ঝালকাঠি পৌর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনের ভেন্যু করা হয়েছে।

    ২০১১ সালে নির্বাচনে মোঃ বাহারুল মাঝী সভাপতি ও হেমায়েত উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং এর থেকে নানা কারণে নির্বাচন হয়নি। এই নির্বাচনে ৭টি পদে ৭জন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছে এবং ১৮টি পদে নির্বাচনে ৪১জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করছেন।

    পোস্টারে ছেয়ে গেছে সারা শহর। ঝালকাঠিতে রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ঝালকাঠি প্রেসক্লাবের মোড় ও বান্দাঘাটের মোড়ে প্রচার প্রচারনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই এলাকায় সার্বক্ষনিকভাবে ভোটার ও প্রার্থীদের সমাগম থাকে।

    জেলায় ৭৫৮জন ভোটার রয়েছে। প্রার্থীদের মধ্যে সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পদে আওয়ামীলীগ বিএনপি সমর্থিত প্রার্থীরা রয়েছেন। বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করছে এবং তাকে সহযোগীতা করছে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও স্থানীয় নেতা ইদ্রিস মল্লিক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাগরে লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    দেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী...