More

    মুসলিম অধ্যুষিত এদেশে ইসলামী শিক্ষাব্যবস্থা চালু করুন-পীর সাহেব চরমোনাই

    অবশ্যই পরুন

    অবিলম্বে বিতর্কিত শিক্ষা সিলেবাস বাতিল করে মুসলিম অধ্যুষিত এদেশে ইসলামী শিক্ষাব্যবস্থা চালু করুন-পীর সাহেব চরমোনাই ।

    আজ রোজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বিকাল ৩টায় বরিশাল আমতলা মোড়ে লায়লা কনভেনশন হলে জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা জামিলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর জননেতা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

    বিশেষ অতিথি ছিলেন সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহম্মেদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ নেছার উদ্দিন।

    প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই বলেন বর্তমান সরকার এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নাস্তিক বানানোর জন্য নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করতে চায়। এজন্য সরকার পাঠ্য পুস্তকে বিতর্কিত বিবর্তনবাদ সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে। বানরের থেকে মানুষ সৃষ্টি হয়েছে এরকম ছবি ছাপিয়ে কোমলমতি ছাত্রদেরকে নাত্বিক বানানোর পায়তারা করছে ।

    এছাড়া টোটাল শিক্ষা সিলেবাসে মুসলিম শাসক ও ইসলামী সংস্কৃতিকে হেয় প্রতিপন্ন করে কটাক্ষের সূরে বিশেষ সৃষ্টি করা হচ্ছে। এদেশের মুসলমান জীবিত থাকতে এটা কখনই বাস্তবায়ন করতে দেয়া হবে না এই বিতর্কিত শিক্ষা সিলেবাস অবিলম্বে বাতিলের দাবী জানান। তিনি বর্তমান দ্রব্য মূল্যের উর্দ্ধগতির লাগাম টানার জন্য সরকারকে কঠোর ভাবে হুঁশিয়ার করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন যারা অন্যায় করে, জুলুম করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি। করে, হত্যা করে, লুটপাট করে তারা আইন অনুযায়ী শাস্তি পাবে, জেলে থাকবে। আর যারা শান্তি প্রিয় মানুষ তারা বাহিরে থাকবে ঘরে থাকবে। এ জন্যই তো দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকে ঘটনা তার সম্পূর্ণ বিপরীত। লুট পাটকারী হত্যাকারী, ধর্ষনকারী আজ বুক ফুলিয়ে রাস্তা দাপিয়ে বেড়ায়। আর নিরীহ মানুষ আজ অন্যায় ভাবে জেলে বন্দি। আজ স্বাধীন ভাবে মত প্রকাশের সুযোগ নাই, ভোট দেয়ার অধিকার নাই, এ ভাবে দেশ চলতে পারেনা। তিনি দেশের দলমত ধর্ম-বর্ণ সব ভেদাভেদ ভুলে এই জুলুমবাজ, দেশের সম্পদ লুটপাটকারী সরকারকে বিদায় করার জন্য এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।

    দলীয় মহাসচিব হাফেজ অধ্যক্ষ ইউনুস আহম্মদ বলেন বিগত নির্বাচনে রাতের ভোটে এবং বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে বর্তমান সরকার । এ সরকার জনগনের সরকার নয় । তিনি আগামী জাতীয় নির্বাচনে। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দাবী জানিয়ে বলেন-যদি আগামী নির্বাচন নিয়ে বিগত দিনের মত কোন নীল নকশা করা হয়। তবে জাতি সেটা মেনে নেবেনা।

    সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা মোঃ ইদ্রিস আলী, মাওলানা কাওসারুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শাখাওয়াত হোসেন সহ জেলার অতাধীন সকল থানার নেতৃ মা মোঃ আবুল কালাম প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক বরিশাল জেলা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...