জ্যেষ্ঠ প্রতিবেদক: ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে দু’টি প্যানেলে আওয়ামীলীগ নেতৃত্বাধীন সাদা প্যানেল এবং বিএনপি’র নেতৃত্বাধীন নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদেও একজন প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচনে িএবার ভোটার সংখ্যা ৮৯৬জন।

নির্বাচনে সাদা প্যানেলের অন্তর্ভুক্ত হয়ে যারা লড়ছেন তারা হলেন- সভাপতি পদে- ফয়েজুল হক ফয়েজ, সহ-সভাপতি বিযুপদ মুখার্জী,ও মো: সালাউদ্দিন সিপ, সাধারন সম্অপাদক পদে দেলোয়ার হোসেন মুন্সি, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন মিজান, যুগ্ম সম্পাদক পদে মো: মোল্লা গিয়াসউদ্দিন (তমাল) ও মো: হুমায়ুন কবির (৩). নির্বাহী সদস্য পদে মো: জালাল আরেফিন, সোলায়মান আহমেদ আমান, মাইনুল হাসান (সোহাগ), সঞ্জীব কুমার সরকার।

নীল প্যানেলে প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে এস এম সাদিকুর রহমান লিংকন, সহ সভাপতি পদে অসীম কুমার বাড়ৈ ও মো: তারিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ ইমন, অর্থ সম্পাদক পদে মোক্তার হোসেন সরদার, যুগ্ম সম্পাদক পদে বিউটি সুলতানা ও রাকিব হাসান, নির্বাহী সদস্য পদে মো: শাহিন উদ্দিন মিয়া, মো: হারুন অর রশিদ, মুহাম্মদ মুহাসিন মাঝি, মো: আজাদ। অন্যদিকে স্বতন্ত্রভাবে সভাপতি পদে নির্বাচন করছেন হিরন কুমার দাস মিঠু।

নির্বাচনের ভোট গ্রহন চলাকালে বরিশাল বার ক্যাম্পাস প্রার্থীদের সমর্থকদের শ্লোগান ও প্রচারনায় মুখর ছিলো। দু’পক্ষের প্যানেল প্রদর্শনী ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে ভোট প্রদান ও নিজ পক্ষের প্রার্থী ও ভোটারদে উৎসাহ দিতে ঢাকা থেকে ভিআইপি ভোটারবৃন্দও েএসেছেন। ভোটের ফলাফল ঘোষনা হতে পারে শেষ রাতে অথবা আগামীকাল সকালে। এজন্যে দু’পক্ষের সমর্থকবৃন্দ রয়েছেন অধীর অপেক্ষায়।