More

    কুয়াকাটা সৈকতে মলম পার্টি, ৬ সদস্য গ্রেফতার

    অবশ্যই পরুন

    ‍কুয়াকাটা প্রতিবেদক:কুয়াকাটা সৈকতে পুলিশের অভিযানে মলম পার্টির ৬ সদস্য গ্রেফতার হয়েছে। টুরিস্ট পুলিশ মহিপুর থানা পুলিশ যৌথভাবে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে সৈকতের লেম্বুরবন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও উনআশি হাজার নগত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)।
    ট্যুরিস্ট পুলিশ জানায়, লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের এক ব্যাক্তিকে কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের কয়েকজনকে তিনি সৈকতে ঘোরাঘুরি করতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের গ্রেফতার করে। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, টুরিস্ট পুলিশ ও থানা পুলিশ যৌত অভিযানে এদেরকে আটক করে,এদের নামে ৬/৭ করে মামলা রয়েছে।আজকে আরো একটি মামলা হয়েছে, শুক্রবার তাদেরকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় টিএমএসএস এর ১০৫৫ তম শাখার উদ্‌বোধন

    স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ক্ষুদ্র ঋণ সহায়তা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে টিএমএসএসের ১০৫৫ তম শাখার শুভ...