ডেস্ক রিপোর্ট : গত ২মাস ধরে বন্দী আছে ১৫ ছাগল। বন্দী ছাগলগুলোর অপরাধ নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে গাছের পাতা খাওয়া। তাই ছাগলগুলো আটক করে বরিশাল সিটি করপোরেশন। দুই মাস কেটে গেছে ছাগলগুলোর মালিক ফেরত পাচ্ছেনা ছাগলগুলো। এ বিষয়ে কথা বলতে চাচ্ছেননা সিটি করপেরেশনের দায়িত্বশীল কেউ। অভিযোগ রয়েছে, বন্দি অবস্থায় দুটি ছাগল বাচ্চা দিয়েছে। এরই মধ্যে অযত্নে আর অবহেলায় মারা গেছে একটি বাচ্চা।
জানা গেছে, বসিক আওতাধীন কবরস্থানে প্রবেশ করে গাছের পাতা খেয়েছে ১৫টি ছাগল। আর সেই অপরাধে বরিশাল সিটি করপোরেশন (বসিক) কর্তৃপক্ষ ওই ১৫টি ছাগলকে আটকে রেখেছে।
জানা গেছে, গত ৬ ডিসেম্বর ছাগলগুলো ধরে নিয়ে যায় বসিক কর্তৃপক্ষের সদস্যরা। নগরীর মুসলিম কবরস্থান সংলগ্ন একটি বাড়ির স্থানীয় বাসিন্দা রাজিব শাহরিয়ার। তিনি নিজ আঙিনায় ১৫টি ছাগল লালন-পালন করেন। মালিকের অসতর্কতার ঘটনার দিন কবরস্থানে ঢুকে পরে ছাগলগুলো এবং কবরস্থানের কয়েকটি গাছের পাতা খেয়ে ফেলে। এটা দেখতে পেয়ে বরিশাল সিটি করপোরেশন (বসিক) কর্তৃপক্ষের সদস্যরা এসে ১৫টি ছাগল ধরে নিয়ে যায়। রাজিব ছুটে এসে জানতে চাইলে তারা জানায়—ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুমে তারা এগুলো নিয়ে যাচ্ছেন।
এদিকে ৮ ডিসেম্বর রাজিব শাহরিয়ার সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে ছাগল ফেরত চেয়ে লিখিত আবেদন করেন। তারপর থেকে আজ পর্যন্ত তিনি ছাগল ফেরত আনতে বিভিন্ন জায়গায় গিয়েছেন। তবে এ বিষয়ে কোথাও কোনো সাহায্য পাননি তিনি।