More

    আগৈলঝাড়ায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে বায়তুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    জমিদাতা হারুনউর রশিদ এর সভাপতিত্বে দোয়া মোনাজাত ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার।

    দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক, গৈলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ, গৈলা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম নেছারী প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন, বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি আবুল কালাম খোকন, সাধারন সম্পাদক সরদার মো. তারেক, সমন্বয়কারী মো. মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাজাহান তালুকদার প্রমুখ।
    বায়তুল জান্নাত জামে মসজিদের জন্য ৯.৪২ শতাংশ জমি দান করেন হারুনউর রশিদ, ভাই আব্দুল হাকিম ও বোন লুৎফুন নেছা।

    দোয়া মোনাজাত শেষে বায়তুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
    অতিথিরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...