শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া অনেক বেশি। বিশেষ করে ঢাকা-কালীগঞ্জ (উলানিয়া) লঞ্চের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
এই এলাকায় প্রতিদিনের লঞ্চগুলো থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীদের ন্যূনতম ভাড়া ৫০০ থেকে ৮০০ টাকা। এই ভাড়া ঢাকা-বরিশাল, ঢাকা-পটুয়াখালী, ঢাকা-ঝালকাঠিসহ অন্যান্য সমুদ্র রুটের সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি।
পারভেজ হালদার ও মমিন মেহেদীর তত্ত্বাবধানে মেহেন্দিগঞ্জের রাজনীতিবিদ ও ঢাকায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন।