More

    সরকারের পদত্যাগসহ ১০ দফার স্বপক্ষে বিএনপির পদযাত্রা

    অবশ্যই পরুন

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফার সমর্থনে বরিশালে মিছিল করেছে বিএনপি। শনিবার সকালে বরিশাল সদর উপজেলার কাশিপুর, চরবাড়িয়া ও কড়াপুরে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ তৃণমূলের একটি বড় অংশ অংশ নেয়।

    কর্মীরা জানান, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বৃদ্ধির প্রতিবাদে ১০ দফা কর্মসূচির পক্ষে এই কর্মসূচি পালন করা হয়। তাদের কর্মসূচিতে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিচ জাহান শিরিন, জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম ও মহানগর বিএনপির সদস্যরা। চরবাড়িয়া ইউনিয়ন। ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক উল্লেখযোগ্য।

    এ কর্মসূচীতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি কাশিপুর ইউনিয়নে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে মিছিলটি করেন জনাব মাসুম। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এছাড়া কারাপুরেও একই ধরনের পদযাত্রা কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

    কেন্দ্রীয়ভাবে ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শায়েস্তাবাদ ইউনিয়নেও একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ জাহান শিরিনসহ জেলার শীর্ষ নেতারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

    পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা একটি ইরাবতি ডলফিন ভেসে এসেছে। এটির পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া...