ডেস্ক প্রতিবেদন:জ্বরে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের তিনি মারা গেছেন। চিকিৎসকের ধারণা, নিপা ভাইরাসের কারনেই তার মৃত্যু হয়ে থাকতে পারে
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান বলে হাসপাতালের মেডিসিন ইউনিটের বিভাগীয় প্রধান এ জেড এম ইমরুল কায়েস জানান।
কনস্টেবল মো. পলাশ (২২) ২০১৮ সালে পুলিশে যোগদানের পর পিরোজপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে।
চলতি বছর দেশে এখন পর্যন্ত নিপা ভাইরাসে সাতজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ জন।