More

    আগৈলঝাড়ায় ১৫দিন পর অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের ১৫দিন পর অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। তবে অপহরনকারীকে গ্রেপ্তার করতে পারেনি।
    আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, অপহৃতা ছাত্রীকে
    পয়সারহাট বাসষ্ট্যান্ড থেকে ঢাকা নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে
    সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
    তবে এসময় অপহরনকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
    অপহৃতা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য মঙ্গলবার বরিশাল
    প্রেরণ করা হবে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শফিউদ্দিন বলেন, উপজেলার মাগুরা
    গ্রামের আউয়াল বেপারীর ছেলে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর
    ছাত্র আরাফাত বেপারী পাশ^বর্তী আহুতি বাটরা গ্রামের রামকৃষ্ণ মন্ডলের মেয়ে ও
    আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ
    শ্রেণীর ছাত্রী তমা মন্ডলকে (১৬) কলেজে আসা-যাওয়ার সময় উত্যক্তসহ প্রেমের
    প্রস্তাব দিয়ে আসছিলো।
    বিষয়টি মেয়ে পরিবারকে জানানোর পর বখাটে আরাফাতের পরিবারের কাছে বিচার
    দেওয়া হলে আরাফাত ক্ষিপ্ত হয়ে গত ২৮ জানুয়ারী সকালে আরাফাত ও তার
    সহযোগীরা কাঠালবাড়ি ব্রীজের ওপর থেকে মাহিন্দ্রাযোগে ওই কলেজ ছাত্রীকে
    জোরপূর্বক অপহরণ করে।
    ওসি গোলাম ছরোয়ার আরও জানান, অপহৃতা কলেজ ছাত্রীর বাবা বরিশাল নারী ও শিশু
    নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অপহারণকারী আরাফাতসহ দুই জনকে
    আসামী করে নালিশী অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি থানায়
    এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলা রেকর্ডের পর থেকেই অপহৃতাকে উদ্ধার
    এবং অপহরণকারীকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে
    আসছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইন্দুরকানীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

    পিরোজপুর প্রতিনিধি: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ইন্দুরকানী উপজেলার...