More

    সঞ্চয় সপ্তাহঃ ঝালকাঠিতে উঠান বৈঠক

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে সদর উপজেলায় নবগ্রাম ইউনিয়নের সিরাজউদ্দিন সরকারের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল ১০টায় প্রান্তিক পর্যায়বিনিয়োগকারীদের নিয়ে উঠান বৈঠকে জাতীয় সঞ্চয় হিসাব বরিশালের বিভাগীয় বরিশালের উপ-পরিচালক মোঃ আবু তালহা প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঢাকা এর সহকারী পরিচালক মোঃ খলিলুর রহমান। সভাপতিত্ব করেন। জেলা সঞ্চয় অফিসার মোঃ রবিউল ইসলাম। উঠান বৈঠকে ৩০জন প্রান্তিক জনগোষ্ঠীর বিনিয়োগকারী উপস্থিথ ছিলেন।

    ঝালকাঠি জেলায় সঞ্চয় বিভাগের বিনিয়োগের অগ্রগতি বিদ্যমান রয়েছে। বর্তমান অর্থ বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত ৬১০ জন বিনিয়োগ কারীদের কাছ থেকে ৩১ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ অর্জিত হয়েছে। এর মধ্যে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ৩কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করেছে ৬০জন।

    ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ১০ কোটি ২১ লাখ টাকা বিনিয়োগ করেছে ২০২জন। ৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করে পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেছে ৪৫ জন এবং ১২ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা বিনিয়োগ করে ৩০৩জন পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করেছে। এই সঞ্চয়পত্রের বিনিয়োগের ক্ষেত্রে সরকারকে ১ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকা উৎস কর প্রদান করা হয়েছে। জেলা সঞ্চয়পত্র অফিসের সূত্রে এই তথ্য দেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‘কোন জামায়াতে ইসলামী নয়, গণঅধিকার নয়, ইসলামী আন্দোলন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীই এ আসনে নির্বাচন করবে

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন...