লাখো মুসল্লির অংশগ্রহণে আগামী ১৫ ফেব্রুয়ারি’২৩, বুধবার, বাদ জোহর বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এই মাহফিল শুরু হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৩ দিন ব্যাপি বার্ষিক মাহফিল। এবারের মাহফিলে আগত দেশী বিদেশী শ্রোতাদের জন্য ৩০০ একর জমিতে মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে আগত মুসল্লীদের জন্য রয়েছে মেডিকেল ক্যাম্প,থাকা, খাওয়া, পর্যাপ্ত পয়নিস্কাশনের ব্যাবস্থ্যা। এছাড়াও আগত মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃংখলা বাহীনির পাশাপাশি থাকবে চরমোনাই মাহফিল কমিটির নিয়োজিত স্বেচ্ছাসেবক।
আগামী ১৮ ই ফেব্রুয়ারি শনিবার সকালে দেশ,জাতি ও সমগ্র মানুষের মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ৩ দিন ব্যাপি এই মাহফিল। মাহফিলে আগত মুসল্লীদের যানবাহন রাখার জন্য রয়েছে নিজস্ব পার্কিং ব্যাবস্থ্যা