জেলার চরফ্যাশন উপজেলায় আজ ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ভোরে হাজারীগঞ্জ ইউনিয়নের শশিভূষণ থানার চেয়ারম্যান বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান বাসসকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে হার্ডওয়্যার, খাবার হোটেল, চায়ের দোকান, সেলুন, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্স সামগ্রী ও মুদির দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি।