বরগুনা প্রতিবেদক: বরগুনার পাথরঘাটায় দু’টি অটোর মুখোমুখি সংঘর্ষে ৩জন হতাহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার কাকচিড়া-বাইনচটকি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন হাসান (১৭), ও মন্টু মিয়া (৫৫)। আহত বেল্লাল হোসেন (২৫) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বেল্লাল জানায়, বাইনচটকি ফেরিঘাট এলাকা থেকে ইটবোঝাই করে একটি টমটম পাথরঘাটা যাচ্ছিলো। আলিশার মোড়ে পৌঁছার পর বিপরীত থেকে আসা একটি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটে।
নিহত হাসান পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। মন্টু মিয়া বরগুনা সদরের পোটকাখালী গ্রামের আবদুল খালেকের ছেলে। বেলাল কালমেঘার আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর পুত্র।