More

    সাগরে ট্রলারে ডাকাতি, জখম তিন জেলে, নিখোঁজ ৯

    অবশ্যই পরুন

    ডেস্ক প্রতিবেদক: সাগরে মাছ ধরা ট্রলারে আবারও ডাকাত-জলদস্যুদের আক্রমনের খবর পাওয়া গেছে।  বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে প্রায় এক শ’ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ডাকাতরা হামলা চালায়। ট্রলারের ১৯ জেলেকে অতর্কিত গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৯ জেলেকে গুরুতর জখম করেছে এসব জলদস্যুরা। নিখোঁজ রয়েছেন ৯ জেলে।

    উপকূলে খবর এসেছে, গোলাগুলির ফলে তিনজন জেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলো বরগুনা সদরের মো. খোকন মাঝি (৪২), মো. মধু (৩০) ও মো. আব্দুল হক-(৫০)। তাদের মধ্যে খোকন মাঝির ডান কান ঘেঁষে গুলি চলে গেছে। অপরদিকে মধু মাঝির ডান চোখ গুলিবিদ্ধ ও আব্দুল হকের ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত জেলেরা এখন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    এছাড়া, ৯ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ জেলেরা হলেন, কাইউম জোমাদ্দার (৩৫), ইয়াছিন জোমাদ্দার (৩২), আবুল কালাম (৫৮), শফিকুল মাঝি (৩৫), খাইরুল ইসলাম (৪০), আবদুল আলীম (৫৫), ফরিদ (৩৮), আবদুল হাই (৪০)। নিখোজ জেলেদের বাড়ি বরগুনা-পাথরঘাটা-তালতলীর বিভিন্ন এলাকায়।

    নিখোঁজ হওয়া অপর জেলের নাম জানা সম্ভব হয়নি।

    ঘটনার সময় জীবন বাঁচাতে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছেন অন্তত ৯ জেলে। রাত ১১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এর বেশি কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। দস্যুরা ট্রলারের সব মালামাল ও রসদ লুটে নেয় বলে উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন।

    শনিবার রাতে পাথরঘাটা থেকে আনুমানিক এক শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পায়রা বন্দর থেকে পশ্চিমে এই দুর্ধর্ষ ঘটনা ঘটে বলে জানা গেছে।

    শুক্রবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যায় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...