ঝালকাঠিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় বিষয়ের উপরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এই সভায় সভাপতিত্ব করেন।
সভায় জেলা তথ্য অফিসার আহসান কবির এ বিষয়ের উপরে প্রাথমিক ধারনামূলক উপস্থাপনা করেন। পরবর্তীতে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বক্তব্য রাখেন।
বিশ্বজুড়ে হাটি হাটি পা করে এগিয়ে আসছে ৪র্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপট। এই শিল্পবিপ্লবের সাথে তাল মিলানোর
জন্য বাংলাদেশের অগ্রগতিকে ধরে রাখতে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঘোষনা দিয়েছে এবং ২০৪১ এর মধ্যে এই শিল্প বিপ্লবের সাথে দেশকে অন্তর্ভূক্ত করার জন্য মেশিনারী, বিদ্যুতায়ন, প্রডাকশন ও প্রতিষ্ঠানিক উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে নিখুতভাবে দ্রুতগতিতে দক্ষতার সাথে তাল মিলিয়ে
এগিয়ে যেতে হবে।
এই সময়টা মানুষ মানুষের চেয়েও কলকারখানা এমনকি ঘর গৃহস্থলিতে মানুষের অংশগ্রহণ কমিয়ে যন্ত্রকে
(রোবট) ব্যবহার করে এই কাজগুলো করতে হবে। এর ফলে রোবটকে পরিচালনা করার মত মেধা সম্পন্ন ও স্মার্ট জনবল থাকতে হবে। যদিও এই ক্ষেত্রে মানুষের মধ্যে কর্মশূণ্যতা দেখা দিতে পারে সে ক্ষেত্রে নুতন নুতন ক্ষেত্র গড়ে উঠবে।
সরকার গ্রাম পর্যায়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে ৪র্থ শিল্পবিপ্লবের ধকল সামলানোর উপযোগী স্মার্ট ও দক্ষ মানুষ গড়ার জন্যই এই স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নেমেছে।