More

    শিশুদের মনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে নিজ হাতে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করছে শিশু—কিশোররা।

    গ্রামের শিশু—কিশোররা একত্রিত হয়ে কয়েকদিন ধরে কলাগাছ, বাঁশ, ফুল ও কাগজ দিয়ে তৈরি করে এই শহীদ মিনার। শিশুদের মনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ দেখে খুশি পরিবারের লোকজন ও স্থানীয়রা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার পাশে অস্থায়ীভাবে কলাগাছ, বাঁশ ফুল ও কাগজ দিয়ে শহীদ মিনার তৈরিতে ব্যস্ত কোমলমতি শিশুরা। রাস্তার পাশে মাটিতে কলাগাছ পঁুতে তার উপরে রঙিন কাগজ লাগিয়ে রঙিন কালিতে লেখা ‘অ, আ, ক, খ’। এছাড়াও শহীদ বেদীতে বিছিয়ে দেওয়া হয়েছে রঙিন কাগজের মালা আর গুচ্ছ—গুচ্ছ ফুল।

    আজ মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে নিজ হাতে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করছে বরিশালের আগৈলঝাড়ার শিশু—কিশোররা। কোন কোন শিশুদের রঙিন কাগজ কেনার টাকা না থাকায় শহীদ মিনার সাঁজাতে ব্যবহার করছে পুরোনো খবরের কাগজ। আর তাতে আঠা লাগিয়ে সাঁজানো হচ্ছে শহীদ মিনার। মা—বাবার কাছ থেকে অথবা স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে বাঁশ, সুতো, আঠা, রঙিন কাগজসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে সেই শহীদ মিনারে
    শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। এদের মধ্যে কেউ দ্বিতীয় শ্রেণি, কেউবা তৃতীয় শ্রেণি আবার কেউবা ৫ম শ্রেণির শিক্ষার্থী।

    উপজেলার কাঠিরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আনান মন্ডল, অভিজিৎ ঢালী, দিয়া মন্ডল, রিপা হালদার, রুদ্র হালদার, সূয্যর্ হালদার, অর্পা বাড়ৈ, কাঠিরা আদর্শ বিদ্যা নিকেতন এর শিক্ষার্থী ঐশি মন্ডল, সৌরভ হালদার, অনামিকা ঢালী, ঋতু হালদার, আপন চৌধুরী, লগ্ন হালদার, নিরব চৌধুরী, শক্তি চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা শিক্ষার্থীরা জানান, তাদের বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার থাকলেও মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকরা শহীদদের জন্য তাদের মনের অভিব্যক্তি থেকেই শহীদ মিনার তৈরি করছেন তারা।এভাবে নিজ হাতে তৈরি করা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আনন্দবোধ করে তারা।

    এব্যাপারে উপজেলার হাওলা গ্রামের স্থানীয় বাসিন্দা, নুপুর বরকান্দাজ, কাঠিরা গ্রামের রমেন মন্ডল, জোবারপাড় গ্রামের যতিষ মন্ডলসহ স্থানীয় ও পরিবারের লোকজন জানান, শিশুদের মনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ দেখে খুশি হয়েছেন তারা।

    স্কুলে বইয়ের পাতায় রফিক, শফিক, বরকত, সালামসহ সকল ভাষা শহীদের ভাষা আন্দোলনের ইতিহাস পড়েই শিশুদের মনে জন্ম নিয়েছে ভাষা শহীদের প্রতি এই শ্রদ্ধাবোধ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি মাসুদ সাঈদীর

    আল্লামা সাঈদী দুর্নীতিবাজ ছিলেন না তার সন্তানেরাও দুর্নীতিবাজ নয়: মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য...