More

    ঝালকাঠিতে শিল্পকলা একাডেমীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে

    অবশ্যই পরুন

    বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠিতে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

    রবিবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে শিল্পী, শিল্পানুরাগী ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং পরে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে নাচ, গান পরিবেশনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    এ সময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল রানা, এনডিসি অং ছিং মারমা, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলূর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিকজোটের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিল প্রমুখ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...