ডেস্ক প্রতিবেদক: একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। রাত ১২টা ০১ মিনিটে বেদীতে প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির চেয়ারম্যান (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এর পক্ষে। এসময় উপস্থিত ছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ আইজি এস এম আখতারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন একে একে বরিশাল সিটি করপোরেশনের পক্ষে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এস এম আখতারুজ্জামান,
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর, রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি), বরিশাল রিপোর্টার্স ইউনিটি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন