অনলাইন ডেস্ক: প্রবাস ফেরত এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. আমিরুল ইসলাম (৪২) নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটায় উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনীয় গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল রাতেই অভিযান চালিয়ে চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েত (৫০), তার ছেলে তাহসিন আরবি (১৮), নিরাজ মাহামুদ (১৭) ও মো. হোসাইনকে (১৭) জিজ্ঞাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতকাল স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহাফিল অনুষ্ঠিত হয়। আমিরুল ইসলাম রাত সাড়ে আটটায় মাহাফিলের যেতে বাড়ি থেকে বের হন। মাহাফিল শেষে রাত দুইটায় তিনি গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় দেলোয়ার হোসেনের বাড়ির সামনের সড়কে ওঁৎ পেতে থাকা একদল দুবৃত্ত তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। আহত ওই যুবকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসি পুলিশে খবর দিলে রাতেই ঘটনাস্থ থেকে নিহত আমিরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত আমিরুলের বড় ভাই অলিউল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, ‘নিহত আমিরুল ইসলাম ৭/৮ বছর আগে প্রবাস জীবন শেষে বাড়িতে এসে সংসার শুরু করে। চালিতাবুনিয়া গ্রামের তাহসিন আরবির সঙ্গে আমিরুলের কিছুদিন ধরে বিরোধ চলছিল। গত ২৬ জানুয়ারি আমিরুলকে হুমকি দিয়ে আরবি ফেজবুক পেইজে পোস্ট দিয়েছিল। আমার ভাইকে হত্যা করা হয়েছে। এ হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাই।’