More

    আগৈলঝাড়ায় জামাইর ব্যবসা প্রতিষ্ঠান থেকে শ্বশুরের মৃতদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় মেয়ে জামাইর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃদ্ধ শ্বশুরের মৃতদেহ
    উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা
    হয়েছে।

    আগৈলঝাড়া থানা পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার পয়সা বন্দর
    পূর্বপাড় এলাকায় অন্যান্য দিনের মতো সোমবার রাতে সেঝ মেয়ে জামাই
    মিজানুর রহমান এর ফার্মেসি এবং স্টেশনারী দোকান আটকে ভিতরে ঘুমিয়ে
    পরেন বৃদ্ধ শ্বশুর চাঁদত্রিশিরা গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে শাহজাহান বক্তিয়ার
    (৭৭)।

    মঙ্গলবার শাহজাহান অন্যান্য দিনের মতো দোকান না খোলায় বাজারের ব্যবসায়ী ও
    তার স্বজনরা ডাকাডাকি করেও তার কোন সারাশব্দ না পেয়ে দোকানের ঝাপ এর
    লোহা খুলে ভিতরে ঢুকে শাহজাহানকে দোকানের মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়।
    খবর পেয়ে থানার এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ শাহজাহানের
    মৃতদেহ উদ্ধার করে।মৃত শাহজাহানের স্বজনদের দাবি তিনি পূর্বে একাধিকবার
    হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সোমবার রাতের কোন এক সময় হৃদরোগে আক্রান্ত
    হয়ে মারা গেছেন তিনি।

    পরিবারের কোন সন্দেহ না থাকায় বৃদ্ধ শাহজাহানের মৃতদেহ দাফনের অনুমতি দেয়া
    হয়েছে বলে জানান আগৈলঝাড়া থানা পরিদর্শক মো. গোলাম ছরোয়ার। তবে এ
    ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি মাসুদ সাঈদীর

    আল্লামা সাঈদী দুর্নীতিবাজ ছিলেন না তার সন্তানেরাও দুর্নীতিবাজ নয়: মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য...