বরগুনায় ধ্বংস করা হয়েছে বিপুল পরিমানে মাদকদ্রব্য করেছে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
বুধবার বিকেল ৪টায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
জানা গেছে, জি/আর ৩০৬/১৭(আমতলী), সেশন ১১৭/১৮(ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৩(খ)/২৫) নং মামলায় ২০১৭ সালে জেলার আমতলী উপজেলা থেকে ১৯০০ বোতল ফেনসিডিল (মাদক) উদ্ধার করা হয়। মামলাটি বিচারাধীন থাকায় ও আদালতের মালখানায় পর্যাপ্ত জায়গা না থাকায় বরগুনা দায়রা ও জজ আদালতে অনুমতি নিয়ে উদ্ধারকৃত মাদকের ২৫ বোতল ফেন্সিডিল নমুনা হিসেবে রেখে বাকি ১৮৭৫ বোতল ফেন্সিডিল রোলার দিয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম, আদালতের মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট রাসেল মজুমদার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাহিদ হোসেন ও রফিকুল হাসান সহ কোর্ট পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম বলেন, আদালতের নিয়মিত কাজের একটি অংশ হিসেবে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আদালতের মালখানায় পর্যাপ্ত জায়গা না থাকার কারনে জেলা ও দায়রা জজ আদালতের অনুমতি নিয়ে জি/আর ৩০৬/১৭নং মামলায় উদ্ধারকৃত ১৯০০ বোতল ফেন্সিডিল থেকে ২৫ বোতল নমুনা রেখে ১৮৭৫ বোতল ফেন্সিডিল রোলারে পৃষ্ট করে ধংস করা হয়েছে। মামলাটি আদালতে বর্তমানে বিচারাধীন আছে।