More

    বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন: আমির হোসেন আমু

    অবশ্যই পরুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা  মুক্তিযুদ্ধের আদর্শে দেশ পরিচালনা করছে। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েই সেটা করা হচ্ছে। আজকে শেখ হাসিনা তাঁর দলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে মুক্তিযোদ্ধাদের। সুতরাং আগামী নির্বাচনে আপনাদের শেখ হাসিনার পাশে থাকা উচিত। তিনি বুধবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সমাবেশের আয়োজন করে।

    আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, এতে বিএনপি—জামায়াতের মন্ত্রী—এমপিদেরও ফাঁসি হয়েছে। তাই তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর শিক্ষপ্ত। আগামীতে ক্ষমতায় আসতে না পারলে, সেই শিক্ষপ্তরার বহিপ্রকাশ ঘটবে। সুতরাং আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি—পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে, ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

    ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণভোট নিয়ে টালবাহানা করছেন আপনারা পালাবেন কোথায়: চরমোনাই পীর

    চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে দুই শ্রেণির মানুষ এখন দুই...