More

    নলছিটিতে চুরির অপবাদে শিশুকে মারধরে লতিফ খান গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ১১ বছরের এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে লতিফ খান নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার রাতে শিশুর বাবা বাবুল হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করার পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বিবরণে জানাযায়, গত রোববার রাত ১১দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের লতিফ খানের বাড়ির আঙিনা শুকিয়ে মজুদ করে রাখা দুই কুড়ি (৪২০টি) সুপারি চুরির ঘটনা ঘটে।

    প্রতিবেশী শিশু ছাব্বিরের বিরুদ্ধে চুরির অভিযোগে এনে তাকে ও তাঁর বাব মো. বাবুল হাওলাদারকে বাড়ি থেকে ধরে নিয়ে লতিফ খানের বাড়িতে নিয়ে যায় প্রভাবশালীরা। এরপর লতিফ খান ও স্থানীয় কয়েকজন মিলে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাতভর মধ্যযুগীয় কায়দায় বাবা ছেলের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। রাত ১২টার দিকে আব্বাস হাওলাদার নামে স্থানীয় এক মাংস বিক্রেতা কাঁচি দিয়ে ওই শিশুর মাথার চুল কেটে দেন।

    এরপর সারারাত গাছের সঙ্গে তাদেরকে বেঁধে রাখা হয়। সোমবার সকালে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে মুচলেকা নিয়ে বাবুল হাওলাদার ও তার ছেলেকে ছেড়ে দেন লতিফ খান। এ ঘটনা এনটিভিতে প্রচার হলে পুলিশ মামলা নিয়ে গতরাতে অভিযুক্ত আব্দুল লতিফ খানকে গ্রেপ্তার করে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নির্যাতিত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত লতিফ খানকে গ্রেপ্তার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...