বরিশালে দাফনের ২২ দিন পর সাংবাদিক ছেলের লাশের পোস্টমর্টেম করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বরিশাল নগরীর মুসলিম কবরস্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী খান জসিম।
তিনি জানান, গত ২৬ জানুয়ারি তার ছেলের বন্ধুরা তার একমাত্র ছেলে মো. মুসাব্বির খান জারিফকে মাদারীপুরে নিয়ে যান। ২৮ ফেব্রুয়ারি জারিফের ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। পরের দিন (২৯ জানুয়ারি) জারিফের বন্ধুরা তাকে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন বরিশাল নগরীর মুসলিম কবরস্থানে লাশ দাফন করা হয়।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক আমানুল্লাহ কবির জানান, গত ৭ ফেব্রুয়ারি শিশু হত্যার অভিযোগে মোহাম্মদ আলী খান বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা এবং মাদকদ্রব্য সেবন করে হত্যায় সহায়তা ও মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
পরিদর্শক আরও বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি আদালত কবর থেকে লাশ সরানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবু আবদুল্লাহ খানের উপস্থিতিতে বুধবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয় বলে পরিদর্শক মো.