রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনপাড়ায় সড়ক দুর্ঘটনায় মনির সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরা সড়কের কোনপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনির মাদারীপুর কালকিনি উপজেলার উত্তর আন্দরচর গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে। বর্তমানে কোনাপাড়া এলাকায় থাকতেন। স্থানীয় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মনির ভোরে কোনাপাড়ার বাসা থেকে কাজের উদ্দেশে বের হন। এরপর কোনাপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির নিচে পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ৯৯৯৯ নম্বরে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। গাড়িটি খুঁজে বের করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।