মাদারীপুরের কালকিনি উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ প্রদর্শনী মেলা করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি তাহমিনা বেগম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ জুলফিকার আলী,মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ.লীগ নেত্রী সম্পা খানম।
