এবার শেরপুর-মেঘালয় (ভারত) সীমান্তে ভূমিকম্প হয়েছে। ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ২১৭ কিলোমিটার।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ১০টা ১৯ মিনিটে ঢাকা থেকে ২১৭ কিলোমিটার উত্তরে ৪.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শেরপুর সীমান্তের কাছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে এর উৎপত্তি।
তবে দেশটিতে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড.