More

    ঢাকা বারের নির্বাচনে কারচুপি, বরিশালে বিক্ষোভ

    অবশ্যই পরুন

    আইন মন্ত্রীর মদদে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মন্ত্রীর পদত্যাগ পুন: নির্বাচনের দাবীতে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিট বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

    আজ ২৬ ফেব্রুয়ারি রবিবার-দুপুর ১ টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি চত্বরে এই
    বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাড.মোঃমোহসীন মন্টু।

    বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড.আলী হায়দার বাবুল বলেন, আওয়ামীলীগ সরকার জাতীয় ও স্থানীয় নির্বাচনে যেভাবে দিনের ভোট রাতে করে ক্ষমতায় টিকে আছে। ঠিক একইভাবে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কারচুপির করে নির্বাচনকে কলঙ্কিত করে ভোটের ফলাফল বদলে দিয়েছে।

    বাবুল বলেন আইন মন্ত্রীর মদদে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কারচুপি করেছে আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা।
    তাই অবিলম্বে আইনমন্ত্রীর পদত্যাগ ও সুষ্ঠ ও নিরপেক্ষভাবে পুন: নির্বাচনের দাবি জানিয়েছেন।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তসবাদী আইনজীবী ফোরাম বরিশালের সাধারণ সম্পাদক এ্যাড.আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এ্যাড.শহীদ হোসেন, যুগ্ম সম্পাদক এ্যাড.মাজারুল ইসলাম জাহান,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাসুদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের বিপক্ষেও জ্বলে উঠতে প্রস্তুত কুশল মেন্ডিস

    এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ ও হংকংয়ের বিপক্ষে সম্মিলিত ১৪ রান করেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস। তার এমন পারফরম্যান্সে...