More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

    অবশ্যই পরুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বাংলাবাজারে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মাহফুজ আলম। তিনি বলেন, আমরা মারধরের শিক্ষার্থীকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছি। বর্তমানে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা বুঝিয়ে ছাত্রদের রাস্তায় নামাই।

    মহানগর কোত্যালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আমরা গিয়ে তাদের সঙ্গে কথা বলে হামলাকারীকে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছি। ছাত্ররা রাজপথ ছেড়েছে। বাংলাবাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

    মারধরের শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে আমতলা মোড়ে নেমে ব্যাটারিচালিত হলুদ অটোতে বাংলাবাজার মসজিদ মোড়ে নামলাম। চালককে ৫ টাকা দেওয়ার পর ১০ টাকা দাবি করেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সে আমাকে গালি দিলে আমি তাকে চড় মারি। সেও আমার কলার চেপে ধরল। এসময় বাংলাবাজার এলাকার আরিফ নামের এক ছেলে কিছু না বুঝে আমাকে মারধর শুরু করে।

    প্রথম দফায় আমাকে মেরে ফেলার পর ১৫-১৬ জনের একটি দল আবারও মারতে আসে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ঘটনাস্থলে এসে হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে।

    আকরাম খান ইমন নামে আরেক আন্দোলনরত শিক্ষার্থী বলেন, আমরা দুই হামলাকারীকে শনাক্ত করে পুলিশে সোপর্দ করেছি। বাকিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। আমরা চাই সকল হামলাকারীদের পুলিশ গ্রেফতার করে বিচারের আওতায় আনুক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায় 

    বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ন্যূনতম দর...