More

    হাওর অঞ্চলে উড়াল সড়কের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

    অবশ্যই পরুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরবচ্ছিন্ন পানিপ্রবাহ ও মসৃণ নৌপথ বজায় রাখতে হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে উড়াল।

    মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামিনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

    তিনি বলেন, আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি প্রতিটি হাওর, বিল ও জলাভূমি এলাকার প্রতিটি রাস্তা উঁচু করা হবে।

    তিনি আরও বলেন, বর্ষাকালে যাতে পানি চলাচলে বাধা না হয়, মাছ ও নৌকা চলাচলে বাধা না পড়ে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত না হয় সেজন্য সব রাস্তা উঁচু করা হবে। এতে করে সেনানিবাস থেকে সিলেট ও ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

    শেখ হাসিনা বলেন, হাওর এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষায় মিঠামইন সেনানিবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া উত্তর-পূর্ব অঞ্চলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

    তিনি বলেন, হাওর অঞ্চলের মানুষ সব সময় প্রাকৃতিক দুর্যোগে বেঁচে থাকার লড়াই করে।

    প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আবদুল হামিদ 1970 সাল থেকে বারবার এ এলাকা থেকে নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। এসব প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে এবং ভালো-মন্দ সময়ে তাদের সার্বক্ষণিক সঙ্গী হয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...