More

    বরিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন করেন জেলা প্রশাসক

    অবশ্যই পরুন

    আজ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বরিশাল সদর এর আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে নবগ্রাম রোডে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ড. মোঃ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বরিশাল সদর ডাঃ প্রদীপ কুমার বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামিরিদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায় 

    বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ন্যূনতম দর...