বিদ্যালয়ে খসে পরেছে লাইব্রেরি কক্ষের ছাদ আতঙ্কে আছে শিক্ষক শিক্ষার্থীরা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামে এ ঘটনাটি ঘটে।
রবিবার সকাল ১১টার সময় রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে শিক্ষক ও ম্যানেজিং কমিটির মিটিং চলাকালিন সময় খসে পড়েছে পলেস্তারা এতে আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ভবনের ভিম ভেঙে রড বেরিয়ে এসেছে। প্রায় সময়ই খসে পড়েছে পলেস্তরা বালি প্রায় শিক্ষার্থীদের উপর। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে।
বিদ্যালয়ের ৯ ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ সুমি জানায়, প্রায় ক্লাসে ছাদ থেকে বালি ও পলেস্তারা খুলে পড়ে তাই সব সময় আমরা ভয়ে থাকি। দীর্ঘ সময়েও ভবন সংস্কার না হওয়ায় সকল শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক
বিরাজ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব হোসাইন মাস্টার বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনা সভা চলাকালীন সময়ে বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে ছাদের নিচের ভীমের অংশের পলেস্তারা খসে
পড়েছে।
এ বিদ্যালয়ে প্রায় ৫ শত শিক্ষার্থী রয়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনার কারণে ক্রমশ কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমরা শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কেই পাঠদান করছি এবং বিদ্যালয়ে ১১টি শ্রেনি কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের ঝুঁকি থেকে বাঁচাতে দ্রত একটি ভবন নির্মাণ জরুরি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর জানান, বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষক বিষয়টি অবহিত করেছেন। বিষয়টি জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।