ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তারা ৪৭ ওভার ২ বলে সব উয়িকেটে ২০৯ রান সংগ্রহ করে।
তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।
বুধবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে ইংল্যান্ড। তবে ব্যাটসম্যান ও বোলারদের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। এখনো আছেন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ। বাংলাদেশ তাদের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল।
দুই দলের মধ্যকার ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের আধিপত্য। সেরা সাতের মধ্যে পাঁচজনই টাইগার ব্যাটার। এই সিরিজে আরও আছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।
বোলারদের তালিকায় শীর্ষ ছয়ে বেঁধেছেন। ১৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ডের আদিল রশিদ ও সাকিব আল হাসান টাইগারদের জন্য তাদের রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। মাত্র ৪ ম্যাচে আদিলের ১১ উইকেট।
দেখে নিন দুই দলের একাদশ-
বাংলাদেশ দল- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড দল- জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিঞ্চি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড এবং জোফরা আর্চার।