More

    কুয়াকাটায় বনে অবমুক্ত হলো ৫ বিষধর সাপ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধারের পর পাঁচটি সাপকে জঙ্গলে ছেড়ে দিয়েছে পটুয়াখালীর প্রাণীপ্রেমী সংগঠনের সদস্যরা। বুধবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন ঝোঁনে সাপগুলো অবমুক্ত করা হয়।

    পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আব্দুল কাইয়ুম ও মহিপুর বন বিভাগের বনকর্মীরা উপস্থিত ছিলেন।

    তদন্ত করে জানা যায়, মঙ্গলবার বিকেলে পটুয়াখালী আইনজীবী সমিতির সামনে আলমগীর নামে এক সাপুর থেকে সাপগুলো উদ্ধার করা হয়। পরে সাপুড়িয়াকে সাপ ধরবে না মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

    পটুয়াখালীর প্রাণীপ্রেমী সংগঠনের সদস্যরা জানান, অবমুক্ত করা পাঁচটি সাপের মধ্যে দুটি অত্যন্ত বিষাক্ত পদ্মা গোখরা, একটি কাল নাগিনী ও দুটি অবিষাক্ত দারস সাপ রয়েছে।

    কলাপাড়া শাখার প্রাণী প্রেমীদের দলনেতা রাকায়েত আহসান জানান, আমরা বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। এর আগে আমরা সাপ, বানর, পাখি ও বন বিড়ালসহ বেশ কিছু প্রজাতির প্রাণী উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছি।

    পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তরিকুল ইসলাম জানান, সাপটিকে উদ্ধারে বন বিভাগ পটুয়াখালীর প্রাণীপ্রেমী সদস্যদের সহযোগিতা করেছে। বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণে তৎপর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হঠাৎ উত্তপ্ত ভাঙ্গা: উপজেলা পরিষদে আগুন, থানার গাড়ি ভাঙচুর

    ফরিদপুরে সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে আন্দোলনরতরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা...