More

    আগৈলঝাড়ায় ডায়রিয়া চিকিৎসায় সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত।

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ডায়রিয়া চিকিৎসায় ওআরএস এবং জিংক ট্যাবলেট ব্যবহারের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অসুস্থতা ও মৃত্যুহার কমানোর কর্মসূচির অধীনে ঔষধ বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ঢাকা জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উপজেলার ৩০ জন ঔষধ বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে প্রশিক্ষন সভায় বক্তব্য রাখেন, ডা. শামীমা আক্তার, জেলা নিউট্রিশন কর্মকর্তা মো. সাজ্জাদ হায়দার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান, পল্লী চিকিৎসক মন্নান সরদার, ইকবাল হোসেন, আনিসুর রহমান, শহিদুল আকন, রোকন ইসলাম, শহিদুল ইসলাম দুলাল, সঞ্জয় মন্ডলসহ প্রমুখ।

    সভায় ডায়রিয়া চিকিৎসায় ওআরএস এবং জিংক ট্যাবলেট ব্যবহারে গুরুত্ব দেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ সময়ে জোরেশোরে প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে...