More

    ভিক্ষুকের কোলে ৬ মাসের শিশুসন্তান রেখে উধাও মা

    অবশ্যই পরুন

    লক্ষ্মীপুরে ৬ মাসের শিশুকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গেছেন এক মা। বুধবার (১ মার্চ) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর আধুনিক সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।

    বৃদ্ধ ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে ধরে রেখেছেন। ২ ঘণ্টাও মহিলা ফিরে আসেননি। পরে তিনি স্থানীয়দের খবর দেন। কিন্তু তিনি ওই মহিলাকে চেনেন না।

    সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আব্দুর সোবহানের স্ত্রী।

    এলাকাবাসী জানায়, বৃদ্ধা সালমা শিশুটিকে কোলে নিয়ে অনেকক্ষণ বসে ছিলেন। পরে আশেপাশের লোকজনকে জানালে তার মা শিশুটিকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি লক্ষ্মীপুর সিটি পুলিশ ফাঁড়িতে জানান।

    কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে যায় তার মা। মহিলাটিকে আশেপাশে কেউ চেনে না।

    নগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তাকে শনাক্ত করেন। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। বর্তমানে শিশুটি আমাদের হেফাজতে রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...