পটুয়াখালী জেলার বাউফলে। ইমরান হোসেনকে বিয়ে করতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার মেয়ে নিকি উল ফিয়া। প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ সাত বছরের প্রেমের অবসান ঘটিয়ে আজ ২ মার্চ ধর্মীয় রীতি অনুযায়ী পারিবারিক অনুষ্ঠানে বিয়ে করবেন ইমরান ও নিকি উল ফিয়ার।
বাউফল দাসপাড়ার খেজুর বাড়িয়া গ্রামের ইমরান হোসেন (২৬) একশত টাকা কাবিন ও যৌতুক নিয়ে ইমরান হোসেনের (২৬) সঙ্গে বিয়ে হয়। নিকি উল ফিয়া (২৩) নামের এক তরুণী ইন্দোনেশিয়ান মেয়েকে বিয়ের কাবিনামায় নিকির আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
বুধবার সন্ধ্যা ৭টায় ইমরানের বাড়িতে ইসলামি শরিয়া মোতাবেক স্থানীয় নামধাম কাজী মাও. সহিদুল ইসলাম এই বিয়ে পড়ান। এর আগে পড়ন্ত বিকেলে নিকির ত্বক হলুদ হয়ে যায়। আজ (২ মার্চ) দুপুরে বউ ভাত অনুষ্ঠিত হবে। বুধবার পটুয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে ইমরান ও নিকির আইনি কার্যক্রম শেষ হয়। নিকির গায়ে হলুদের অনুষ্ঠানে গ্রামের বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার তরুণ নিকি এবং বাংলাদেশের তরুণ ইমরান পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রেমে পড়েছিলেন। আর এই প্রেমকে বিয়েতে পরিণত করতে ইন্দোনেশিয়া থেকে ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন তিনি।
এ খবর সংগ্রহ করতে ইতোমধ্যে বাউফলসহ জেলার প্রায় সব গণমাধ্যমকর্মীরা বাউফলে অবস্থান নিয়েছেন।