More

    বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    জলদস্যুদের হাত থেকে প্রাণ বাঁচাতে গভীর সাগরে ঝাঁপ দেওয়া নিখোঁজ ৫ জেলেদের মধ্যে ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    বুধবার (১ মার্চ) বিকেলে বলেশ্বর নদী থেকে গভীর বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়।

    বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে আনা হবে।

    গত ১৭ ফেব্রুয়ারি মধ্যরাতে বরগুনার মাছ ধরার ট্রলারের ১৮ জেলে জলদস্যুদের আক্রমণের শিকার হয়। এ সময় জলদস্যুদের আক্রমণ থেকে বাঁচতে সাগরে ঝাঁপ দিয়ে ৯ জেলে নিখোঁজ হয়। ঘটনার ৩ দিন পর ২০ ফেব্রুয়ারি সাগরে ভাসমান অবস্থায় ৪ জেলেকে জীবিত উদ্ধার করে জেলেরা। উদ্ধার হওয়া এক জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর বুধবার নিখোঁজ ৫ বন্দির মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়।

    নিহত জেলেরা হলেন কাইয়ুম মাঝি ও আবুল কালাম। এদের মধ্যে কাইয়ুম মাঝির বাড়ি তালতলী উপজেলার ছামু পাড়া এলাকায় এবং আবুল কালামের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ চৌমুহনী এলাকায়। এ ঘটনায় নিখোঁজ জেলেরা হলেন- ফরিদ, খায়রুল ও আব্দুল আলিম।

    বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সাগরে মাছ ধরতে থাকা জেলেদের তথ্যের ভিত্তিতে নিখোঁজদের স্বজনরা সাগরে তল্লাশি চালিয়ে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করে।

    ভাই ভাই ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, আমি গত ১৯ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছি।

    এ প্রসঙ্গে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার বলেন, সাগর থেকে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধারের খবর আমরা পেয়েছি। এ ঘটনায় আমরা আইনগতভাবে হস্তান্তরের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। লাশ স্বজনদের কাছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...