আজ ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকায় এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সমন্বিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় পর্যায়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকা আ ন ম আল ফিরোজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (যুগ্ম সচিব) প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকা কাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, স্কিম পরিচালক (উপসচিব) সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট মোহাম্মদ আসাদুল হক, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল বরিশাল মোঃ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা সমন্বিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে বিভাগীয় পর্যায়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠিত হয়