More

    ঝালকাঠিতে অটো শ্রমিক ইউনিয়নের সাথে আমির হোসেন আমু মতবিনিময়

    অবশ্যই পরুন

    ঝালকাঠি শিল্পকলা একাডেমির মিলনায়তনে ঝালকাঠি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা শ্রম বিষয়ক সম্পাদক এম আর মানিক। ৫ শতাধিক অটোরিক্সা শ্রমিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, অটোরিক্সা চলাচল কিছু কিছু ক্ষেত্রে বিধি নিষেধ থাকা সত্বেও এই শ্রমিকদের ভাল থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে অটোরিক্সা চালু রাখা হয়েছে। বর্তমানে রিক্সা চালকরাও দ্রুত গতির সাথে তাল মিলাতে গিয়ে তারাও রিক্সায় মটর বসিয়েছে। বেশ কিছু সময় ধরেই অটোরিক্সা ও রিক্সাশ্রমিকদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে। যেহেতু তারাও শ্রমিক সেকারনেই এই ২টি সংগঠনের শ্রমিকরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে একসাথে কাজ করতে হবে। বর্তমানে সাড়া বিশ্ব জুড়ে অর্থনৈতিক সংকটকালীন সময় চলছে এসময় নিজেদের মধ্যে কোন বিরোধ বিবাধ ভূলে একসাথে শ্রমিকদের স্বার্থ দেখতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ

    বরিশালের গৌরনদীতে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১০ বছরের শিশু সৈয়দ মো. আব্দুল্লাহ। এত কম সময়ের মধ্যে...