More

    ভাঙ্গায় আধিপত্যের লড়াই, দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

    অবশ্যই পরুন

    ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ তিন ঘণ্টা পর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে উক্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা গেছে, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত দুদিন আগে কবির খানের পক্ষের লোক শহীদ খানকে গ্রামের রাস্তার ওপরে প্রতিপক্ষ বেদম মারধর করে। এ ঘটনায় গত দুদিন এলাকায় উত্তেজনা বিরাজ করে।

    এ সময় বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। গত দুদিনের উত্তেজনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ভোর ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়ায়। তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিউর রহমান বলেন, ‘জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরইবাড়ী গ্রামের দুই পক্ষের মধ্যে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা প্রশাসনকে অবহিত করি। পরে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

    ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম জানান, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ ও শীত কালীন পিঠা উৎসব অনুষ্ঠিত।

    বরিশাল সংবাদ দাতা:  বাকেরগঞ্জের গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শীত কালীন পিঠা উৎসব ২০২৬ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল...