অনলাইন ডেস্ক: বরিশালে সরকারী কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সরকারি কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে তারা ্বএ মানব বন্ধন কর্মসূচি পালন করে।
আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিভাগ সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, কেন্দ্রীয় সভাপতি মানিক মৃধা, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি হামিদুল ইসলাম, নাসির উদ্দিন, মিজানুর রহমান বাচ্চু, মহিউদ্দিন সোহাগ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা তাদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান।