More

    আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা কমিটি গঠন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী এলাকায় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কমিটির সভাপতি রাসেল সরদার মেহেদী’র সভাপতিত্বে কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন—মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা সভাপতি রাসেল সরদার মেহেদী।

    জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদ কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতী রফিকুন্নবী হাক্কনী, জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা (উত্তর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নেছারউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ—দপ্তর সম্পাদক মাওলানা আবুল খায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার প্রশিক্ষন সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সভাপতি মুফতী মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা সাধারন সম্পাদক গোলাম মাহামুদ হাওলাদার, সহ—সভাপতি মাওলানা আবু ইসহাক আশ্রাফী সম্মেলনে উপস্থিত ছিলেন।

    সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন—মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা সংবিধান মানেননা তারা দেশদ্রোহী আমরা নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের দলের নেতা আপনাদের বরিশালের সন্তান, আজকের সম্মেলনে যারা বাঁধা দিয়েছেন আপনারাও একদিন ইসলামী আন্দোলনের পতাকা তলে আসবেন। আপনারা যদি নিরাপদে থাকতে চান তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের আশ্রয় দেবে। যারা দেশের বিরুদ্ধে আমারা তাদের বিরুদ্ধে। দেশের খবর নেন, রংপুরে আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন জনগন কি আমাদের উন্নয়ন দেখেন না? আপনাদের উন্নয়ন নেতাকর্মীর কারনে ব্যাহত হচ্ছে। শুধু ভোটাধিকার নয় জনগনের বাক স্বাধীনতাকে হরন করা হয়েছে।

    উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনারা ভোটের মাধ্যমে এদের সমুচিত জবাব দিবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল জনগনের কল্যান চায়। ইতিমধ্যে শান্তিপূর্ণ ভাবে দেশের ৮৭টা জেলা কমিটি গঠন করা হয়েছে।

    সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের আগৈলঝাড়া উপজেলা সভাপতি মুফতি মঈনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন আগৈলঝাড়া উপজেলা সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন ঝন্টু, ইসলামী যুব আন্দোলন আগৈলঝাড়া উপজেলা সহ—সভাপতি মাওলানা মো. রাসেল হাওলাদার, ইসলামী ছাত্র আন্দোলন আগৈলঝাড়া উপজেলা সভাপতি হাফেজ মো. আবু ইফসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগধা ইউনিয়ন সাধারন সম্পাদক হাফেজ মো. বেলাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজিহার ইউনিয়ন সভাপতি মো. আবুল হোসেন শিকদার।

    গত নির্বাচনে রত্নপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো. খলিল শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকাল ইউনিয়ন সাধারন সম্পাদক মো. শাহিন বক্তিয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ গৈলা ইউনিয়ন সভাপতি মুফতি নুরুন্নবীসহ প্রমুখ।
    পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে রাসেল সরদার মেহেদীকে সভাপতি ও গোলাম মাহামুদ হাওলাদারকে সাধারন সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠন করা হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন—মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ সময়ে জোরেশোরে প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে...