কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ব্যাপক আয়োজন ও দর্শক সমাগমের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা- কলেজ ছাত্রলীগের উদ্যােগে ও শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর অর্থায়নে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পাথুড়িয়ারপাড় স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে এঅন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক এমদাদুল হক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ সরদার,সাবেক ছাত্রলীগ নেতা কামাল সরদার,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামাল বাকামিন খান, সহসম্পাদক ইফতেখার আলম রিশাদ, ছাত্রলীগ নেতা নাঈম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিল, কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, শিকার মঙ্গল মানব কল্যান সংগঠনের সভাপতি বিএম রাজিব। খেলা শেষে বিজয়ী দলের মাঝে নগদ ৪০ হাজার ও পরাজিত দলের মাঝে ২৫ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।