More

    কালকিনিতে যৌতুকের দাবিতে গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে যৌতুকের দাবিতে সামিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ করেন।

    ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, রমজানপুর এলাকার দক্ষিণ চরইকান্দি গ্রামের জালাল শিকদারের ছেলে সোহাগ শিকদার ৩ বছর আগে উপজেলার কাড়িয়া এলাকার সরোয়ার সরদারের মেয়ে সামিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকে সোহাগ শিকদার ও তার পরিবারের সদস্যরা অকাল স্ত্রী সামিয়া বেগমকে ৫ লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় অকারণে মানসিকভাবে নির্যাতন করে আসছে। এক পর্যায়ে তারা দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সন্ধ্যায় সামিয়া বেগমকে তার বাবা জালাল শিকদার ও মা তাসলিমা বেগমসহ সোহাগ সিকদার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাতে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় সামিয়া বেগমকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করে।

    ভিকটিম গৃহবধূ সামিয়া বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার বিয়ের সময় সোহাগের পরিবার আমাদের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুক নেয়। এখন আবার সোহাগ আমাদের পরিবারের কাছে ৫ লাখ টাকা চায়। এ টাকা দিতে না পারায় সোহাগ ও তার পরিবারের লোকজন আমাকে রড দিয়ে পিটিয়ে সারা শরীরে জখম করে। আমরা মামলা করার সব প্রস্তুতি নিয়েছি।

    অভিযুক্ত স্বামী সোহাগ শিকদার ঘটনার কথা অস্বীকার করে বলেন, আমার স্ত্রী আমার বাবা-মায়ের সঙ্গে থাকতে চায় না। আলাদা বাড়ি নিয়ে আলাদা থাকতে চান তিনি। আমি আলাদা বাড়ি নিতে না চাইলে সামিয়া আমার অসুস্থ বাবা-মাকে প্রতিনিয়ত গালিগালাজ করছে। এটা ঘটেছে কারণ আমি আমার বৃদ্ধ বাবা-মাকে একা রেখে আলাদা হতে চাইনি।

    কারেয়া ইউপি ছাত্রলীগ নেতা নাঈম বলেন, বিষয়টি আমরা সমাধান করব।
    এ বিষয়ে উপ-পরিদর্শক (তদন্ত) তৌহিদ বলেন, খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়ে সামিয়াকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাড়ছে নদীর পানি, বন্যা নিয়ে নতুন সতর্কবার্তা

    ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের অনেক নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে অন্তত ৯ জেলার...