বরিশালে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় গাঁজা বহনকারী প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
রোববার (৫ মার্চ) রাত আটটার দিকে নগরীর কাউনিয়া ১নং ওয়ার্ড লাকুটিয়া সড়ক সাধুর বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
আটক মাদক কারবারির নাম মো. গোলাম রব্বানী আলিফ (৩১)। তিনি সাভারের আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড নরসিংহপুর গ্ৰামের ওমর ফারুক দাদনের ছেলে।
সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া ১নং ওয়ার্ড লাকুটিয়া সড়ক সাধুর বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে সেটিতে তল্লাশি করা হয়। পরে যানটি থেকে ৩৫ কেজি গাঁজাসহ গোলাম রব্বানীকে আটক করা হয়। সঙ্গে মাদকদ্রব্য বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর বরিশালের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।