More

    তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

    অবশ্যই পরুন

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বিমানবন্দর সড়কে তেলবাহী ট্রেন (ওয়াগন) ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে বিমানবন্দর সড়কে মেঘনা পেট্রোলিয়ামের প্রধান ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মোঃ আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিল্টন কান্তি দে (২৫)। নিহতদের মধ্যে বাংলাদেশ রেলওয়ের পয়েন্ট ম্যান আজিজুল হক, বাকি দুজন বাসের যাত্রী।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আশেক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার রাত ৯টার দিকে তেলবাহী রেলওয়ে ওয়াগনটি আসার সময় পয়েন্ট ম্যানকে ধাক্কা দেয়। রেলওয়ে রাস্তায় দাঁড়িয়ে বাস থামার জন্য সংকেত দেয়। কিন্তু বাসের চালক সিগন্যাল উপেক্ষা করে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা মারে। এসময় বাসটি উল্টে বাসের দুই যাত্রী ও রেলওয়ে পয়েন্টসম্যান গুরুতর আহত হয়।

    তিনি জানান, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...